দুদক এনফোর্সমেন্ট ইউনিটের অভিযান

অপরাধ

নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের কমলনগরে দলিল লেখক এবং সাব-রেজিস্ট্রারের পারস্পরিক যোগসাজশে দুর্নীতির মাধ্যমে সরকারি রাজস্ব ফাঁকি দেয়ার অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুদক। দুদক এনফোর্সমেন্ট ইউনিটে আগত অভিযোগের প্রেক্ষিতে নোয়াখালী জেলা কার্যালয় হতে মঙ্গলবার এ অভিযান পরিচালিত হয়। সরেজমিন অভিযানে এনফোর্সমেন্ট টিম জমির শ্রেণী পরিবর্তন করে সরকারের প্রকৃত রাজস্ব ফাঁকি দেয়ার অভিযোগের প্রাথমিক সত্যতা পায়। এছাড়া মামলা চলমান রয়েছে, এমন জমিও অবৈধ অর্থের বিনিময়ে রেজিস্ট্রেশন করা হয়েছে, এরূপ প্রমাণ পায় দুদক টিম। অভিযোগের বিষয়ে বিস্তারিত যাচাই এবং প্রাপ্ত অনিয়মসমূহের দায়িত্ব নিরূপণের জন্য অভিযোগ সংশ্লিষ্ট তথ্য সংগ্রহ করে দুদক টিম। তথ্যাবলি যাচাইপূর্বক কমিশনের সিদ্ধান্ত চেয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন উপস্থাপন করবে অভিযান পরিচালনাকারী টিম।


বিজ্ঞাপন

এছাড়াও দুদক অভিযোগ কেন্দ্রে (হটলাইন- ১০৬) আগত অভিযোগের বিষয়ে এনফোর্সমেন্ট ইউনিট হতে ৪টি দপ্তরে পত্র প্রেরণ করা হয়েছে। দপ্তরসমূহকে পত্র প্রাপ্তির ৩০ দিনের মধ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণপূর্বক প্রতিবেদনের মাধ্যমে কমিশনকে অবহিত করার জন্য অনুরোধ জানানো হয়েছে।