বিএসটিআই’র অভিযান

অপরাধ

নিজস্ব প্রতিবেদক : মঙ্গলবার বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বেগম রাশিদা আক্তার এর নেতৃত্বে ও ডিএমপি পুলিশের সহযোগিতায় ঢাকা মহানগরীরর ডেমরা এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়। অভিযানে খায়ের এন্টারপ্রাইজ, মাতুয়াইল, মাজার রোড, দক্ষিণপাড়া, যাত্রাবাড়ী, ঢাকা-কে বিএসটিআই হতে বাধ্যতামূলক সিএম লাইসেন্স গ্রহণ ব্যতিত ও অবৈধভাবে পণ্যের গায়ে বিএসটিআই’র মান চিহ্ন ব্যবহার করে বিভিন্ন জাম্বু, মক্কা, জেআরএস ব্রান্ডের মশার কয়েল তৈরি, বিক্রয় ও বাজারজাত করায় কারখানার প্রতিনিধি শেখ শহিদুল ইসলামকে বিএসটিআই আইন-২০১৮ এর ১৫ ধারা মোতাবেক ১,০০,০০০/- টাকা জরিমানা অনাদায়ে ৭ (সাত) দিনের কারাদণ্ড প্রদান করা হয়।


বিজ্ঞাপন

উক্ত অভিযানে বিএসটিআই’র প্রসিকিউশন অফিসার হিসেবে মনির হোসেন, ফিল্ড অফিসার (সিএম), মোঃ শরীফ হোসেন, পরীক্ষক (টেক্স) অংশগ্রহণ করেন। মনির হোসেন, ফিল্ড অফিসার (সিএম) উক্ত কারখাটি সীলগালা করেন।

 

 

 

 

 

👁️ 4 News Views