ভ্রাম্যমাণ আদালতের অভিযান

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : সিপিসি-২, নাটোর RAB ক্যাম্পের একটি বিশেষ অপারেশন দল কোম্পানী কমান্ডারের নেতৃত্বে শনিবার দুপুর ১২:৩০ ঘটিকা হতে ০১:০০ ঘটিকা পর্যন্ত নাটোর জেলার সদর থানাধীন বনবেলঘড়িয়া এলাকায় অভিযান পরিচালনা করে।


বিজ্ঞাপন

উক্ত অভিযানে, বিএসটিআই’র অনুমোদন ব্যতিরেকে লোগো ব্যবহার করে লাইসেন্সবিহীন অবৈধভাবে নকল পণ্য উৎপাদন করার অপরাধে নকল বৈদ্যুতিক তার ৩০০ কেজিসহ, মোঃ তাছনিম আহম্মেদ (৩১), পিতা-মোঃ এস এম আঃ মান্নান, সাং- বনবেলঘড়িয়া, থানা- সদর, জেলা নাটোর কে আটক করে।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট,নাটোর এর যৌথ নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা পূর্বক গ্রেফতারকৃত আসামী ১। মোঃ তাছনিম আহম্মেদ (৩১) পিতা- মোঃ এস এম আঃ মান্নান,সাং বনবেলঘড়িয়া থানা- সদর,জেলা নাটোরকে, ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ৫০,০০০/-(পঞ্চাশ হাজার) টাকা জরিমানা অনাদায়ে আরও ০১ মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।