ফের রিমান্ডে পিকের সহযোগী অবন্তিকা

অপরাধ আইন ও আদালত

নিজস্ব প্রতিবেদক : দুর্নীতি দমন কমিশনের দ্বিতীয় দফার রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পিকে হালদারের সহযোগী অবন্তিকা বড়ালকে। রোববার সকাল ১১টায় তদন্ত কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দীনের তত্ত্বাবধানে কাশিমপুর কারাগার থেকে অবন্তিকা বড়ালের তিন দিনের রিমান্ডে নিজেদের হেফাজতে আনে দুর্নীতি দমন কমিশন।
অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের মামলায় বিদেশে পলাতক প্রশান্ত কুমার হালদারের ঘনিষ্ঠ সহযোগী অবন্তিকা। পিকে হালদারের বিরুদ্ধে ২৭৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলায় অবন্তিকা বড়ালের সম্পৃক্ততা থাকার অভিযোগে গ্রেফতার করে দুদক। এ ছাড়া পিকের অবর্তমানে দেশে তার ব্যবসা বাণিজ্য সম্পদের তত্ত্বাবধায়ক ছিলেন অবন্তিকা এমনটাই উল্লেখ করা হয়েছে মামলার অভিযোগে।
এর আগে প্রথম দফার রিমান্ড শেষে গত ৪ মার্চ গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার ভিত্তিতে অবন্তিকাকে আরো জিজ্ঞাসাবাদ প্রয়োজন উল্লেখ করে রিমান্ড আবেদন করা হলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।


বিজ্ঞাপন
👁️ 10 News Views