অনন্য মাইলফলক স্পর্শ করলেন সাকিব

অন্যান্য এইমাত্র ক্রিকেট খেলাধুলা

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে পঞ্চম ও নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছে বংলাদেশ। টস হেরে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করে তারা। তিনে নেমেই দুর্দান্ত রেকর্ড গড়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।


বিজ্ঞাপন

চলতি বিশ্বকাপে দক্ষিন আফ্রিকার বিপক্ষে ব্যাট হাতে নেমে ৫ রান করেই দ্বিতীয় বাংলাদেশী হিসেবে ১১০০০ হাজার রানের মাইলফলকে পৌঁছালেন সাকিব।

বাংলাদেশিদের মধ্যে তার উপরে আছেন শুধুমাত্র তামিম ইকবাল। এখন পর্যন্ত টেস্ট ক্রিকেটে ৫৫ ম্যাচে ১০৩ ইনিংসে ৩৯.৬৫ গড়ে ৩৮০৭ রান সংগ্রহ করেছেন সাকিব। এই রান করতে ছয়টি সেঞ্চুরি করেন তিনি। এরমধ্যেই ২১৭ রানের সর্বোচ্চ ইনিংস খেলেন এই ব্যাটসম্যান।


বিজ্ঞাপন

ওয়ানডে ফরম্যাটে আরও দুর্দান্ত খেলেন সাকিব। বল ও ব্যাট হাতে অসাধারণ ইনিংস উপহার দেন তিনি। ১৯৮টি ম্যাচ, ৩৫.৭৩ গড়ে তার সংগ্রহ ৫৭১৭ রান। সর্বোচ্চ রানের ইনিংস কানাডার বিপক্ষে অপরাজিত ১৩৪ রানের। টি২০ আন্তর্জাতিক ক্রিকেটে ৭২ ম্যাচে ২৩.৩৪ গড়ে তার রান ১৪৭১ রান।


বিজ্ঞাপন
👁️ 17 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *