বিপুল পরিমাণ অনুমোদনবিহীন বিদেশী মেডিক্যাল প্রোডাক্ট জব্দ

রংপুর

 

 

নিজস্ব প্রতিনিধি : শনিবার গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগ এর অতিঃ উপ-পুলিশ কমিশনার (ডিবি) উত্তম প্রসাদ পাঠক এর নেতৃত্বে মাহির এন্টারপ্রাইজ নামক একটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অনুমোদনবিহীন বিদেশী মেডিক্যাল প্রোডাক্ট জব্দ করা হয়।


বিজ্ঞাপন

ঘটনার প্রেক্ষিতে জানা যায়, উক্ত প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত মোঃ শাহীন (৫০), পিতা- মৃত আঃ হাকিম, সাং-মারুপারা, থানা- ঘোড়াঘাট, জেলা দিনাজপুর দীর্ঘদিন থেকে আমদানি-রপ্তানির ব্যবসার আড়ালে বিভিন্ন অবৈধ ও নিম্নমানের বিদেশী পণ্য লোভনীয় অফার ও প্রতারণার মাধ্যমে গ্রাহকদের আকৃষ্ট করে অবৈধভাবে অধিক মুনাফা লাভ করে আসছে। গোপন সূত্রের উক্ত বিষয়টি জেনে আজ গোয়েন্দা বিভাগ (ডিবি) এর অতিঃ উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব উত্তম প্রসাদ পাঠক এর নেতৃতে সহকারী পুলিশ কমিশনার (ডিবি) জনাব মোঃ ফারুক আহমেদ, ইন্সপেক্টর (নিঃ) এবিএম ফিরোজ ওয়াহিদ, এস আই(নিঃ) মোঃ বাবুল ইসলাম , এসআই (নিঃ) মোঃ গোলাম মোর্শেদ, এসআই ( নিঃ) আই এইচ লাকু সরকার এবং অন্যান্য অফিসার ফোর্সসহ কোতয়ালী থানাধীন ২০ নং ওয়ার্ডস্থ মুলাটোল পাকার মাথা মাহির এন্টারপ্রাইজ নামক একটি প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অনুমোদনবিহীন বিদেশী মেডিক্যাল প্রোডাক্ট ড়ৎরপধঃব নামক চাইনিজ টুথপেস্ট ১২ টি, অঁৎধ বহবৎমু খড়পশবঃ ৬৮ টি, চড়ংরঃরাব বহবৎমু ০২টি,ঞরধহং অপঁঢ়ধরহঃং ঞছ -২০৫ মডেল ০২ টি এবং বিভিন্ন স্টিকারসহ প্রায় দশ লক্ষাধিক টাকার মালামাল জব্দ করে ধ্বংস করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৪ ধারায় প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত ব্যাক্তি মোঃ শাহীন (৫০), পিতা- মৃত আঃ হাকিম ,সাং-মারুপারা, থানা- ঘোড়াঘাট, জেলা দিনাজপুরকে ১,০০,০০০/- এক লক্ষ টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদানের আদেশ দেন।