উন্নয়ন অব্যাহত রাখতে নৌকা প্রতিক চান ফারুক

সারাদেশ

মোস্তাফিজুর রহমান, সরিষাবাড়ী : জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী থেকে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশা করছেন ফারুক হোসেন। তিনি ১৯৯৬ সালে বাংলাদেশ ছাত্রলীগ সরিষাবাড়ী উপজেলা শাখার সদস্য ছিলেন,১৯৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত ডোয়াইল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্বে ছিলেন। তার সামাজিক কর্মকান্ডে সরিষাবাড়ী স্বেচ্ছায় রক্তদান সংস্থার সিনিয়র সহ সভাপতি,২ বার বালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহ সভাপতি,বালিয়া কমিউনিটি ক্লিনিক এর জমি দাতা সদস্য ও বালিয়া মসজিদ কমিটি’র সদস্য ,কোভিড-১৯ প্রার্দূভাব কালীন সীমিত আকারে কর্মহীন হয়ে পড়া দুঃস্থ মানুষের মাঝে সরকারী বরাদ্ধের পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে খাদ্য সামগ্রী ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ করেছেন।
তিনি এলাকার বিভিন্ন সামাজিক ও উন্নয়ন কর্মকান্ডে সম্পৃক্ত থাকা ছাড়াও মসজিদ, মাদ্রাসার এবং ধর্মীয় অনুষ্ঠানে ব্যক্তিগতভাবে আর্থিক অনুদান প্রদান অব্যাহত রেখেছেন। নৌকার মনোনয়ন প্রত্যাশী ফারুক হোসেন ডোয়াইল ইউনিয়ন শাখার ছাত্রলীগে যোগদানের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিক অঙ্গনে প্রবেশ করেন। পরবর্তী সময়ে আওয়ামী লীগের বিভিন্ন রাজনৈতিক কর্মকান্ডে সক্রিয় ভূমিকা পালন করেন। তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে ভালোবেসে কাজ করায় আমাকে আওয়ামী লীগের বিভিন্ন কর্মকান্ডে সম্পৃক্ত করেন। ২০২১ সালে ইউপি নির্বাচনে দল আমাকে সমর্থন দিলে আমি বিপুল ভোটে চেয়ারম্যান পদে নির্বাচিত হব এবং দল আমাকে দলীয় প্রতীক নৌকা দিলে আমি নির্বাচিত হয়ে আমার ৩নং ডোয়াইল ইউনিয়নকে একটি আধুনিক ও আদর্শ ইউনিয়ন গড়তে পরিকল্পিতভাবে উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রাখব। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী দেশনেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী আমাকে মনোনয়ন দেবেন বলে আমি আশাবাদী। আর দল আমাকে নৌকা প্রতীকে মনোনয়ন দিলে জননেত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে নৌকার বিজয় উপহার দেব।তিনি সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের বালিয়া-২ নং ওয়ার্ডের আদর্শ কৃষক মরহুম মজিবর রহমান এর ছেলে। ২ ছেলে ও ১ কন্যা সন্তানের জনক।


বিজ্ঞাপন