বিকাশ প্রতারণায় জড়িত ২ মাষ্টারমাইন্ড প্রতারক গ্রেফতার

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : বিকাশ প্রতারণায় জড়িত মাষ্টারমাইন্ড দু্ই জন প্রতারক গ্রেফতার: সিটি-সাইবার ক্রাইম ইনভেষ্টিগেশন বিভাগের ই-ফ্রড টিম কর্তৃক কোতয়ালী থানার মামলা নং-১১, তারিখ-০৬/৯/২০২০, ধারা ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮ এর ২৪/২৬/৩৫ তৎসহ পেনাল কোড-৪০৬/৪২০ এর তদন্তে প্রাপ্ত এবং ১৬৪ ধারায় আগত আসামী ১। মোবারক মীর ওরফে মিজানুর রহমান (৫৫), পিতা-মীর মনির উদ্দিন, ২। লিটন মীর (৪৭), পিতা-মোহাম্মদ মীর, উভয় সাং-জাংগালপাশা, থানা-ভাঙ্গা, জেলা-ফরিদপুর-কে বিশেষ অভিযান পরিচালনা করে ১০/৬/২০২১খ্রিঃ ঢাকার বেইলী রোডের অফিসার্স ক্লাবের সামনে থেকে গ্রেফতার করে। তাদের নিকট থেকে প্রতারণার কাজে ব্যবহৃত দুটি মোবাইল ও তিনটি সিম কার্ড জব্দ করা হয়। তাদেরকে ০৭(সাত) দিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ বিজ্ঞ আদালতে প্রেরণ হলে বিজ্ঞ আদালত ০২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আসামীরা স্বেচ্ছায় বিজ্ঞ আদালতে নিজেদের দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছে।
আসামীরা সারা দেশের উপ-বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের নামের তালিকা সংগ্রহ করে, তাদের নম্বরে ফোন দিয়ে শিক্ষা বোর্ডের কর্মকর্তা পরিচয় দিয়ে কৌশলে তাদের বিকাশের পিন কোড হাতিয়ে নিয়ে প্রতারণা করে টাকা নিত। সারা দেশ থেকে তারা বিভিন্ন লোকের নামে প্রি-এ্যাক্টিভেটেড সিম সংগ্রহ করে তাতে ভিন্ন ভিন্ন ব্যক্তির নামে বিকাশ খুলে তা দিয়ে প্রতারণা করতো। আসামীরা বিতাশ প্রতারকদের সাথে যোগসাজস করে তাদের নিকট থেকে প্রতারণার টাকার ভাগ নিয়ে তাদের প্রতারণার কাজে সহায়তা করতো।


বিজ্ঞাপন