জয়পুরহাটে ৩৫ কেজি গাঁজাসহ ৩ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : RAB -5, সিপিসি-৩, জয়পুরহাট RAB ক্যাম্পের একটি আভিযানিক দল কোম্পানী কমান্ডার এর নেতৃত্বে গত ১৯ জুন, রাত ১০ টা ২০ মিনিটে নওগাঁ জেলার বদলগাছী থানাধীন উপজেলা গেট সংলগ্ন পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে।


বিজ্ঞাপন

উক্ত অভিযানে, গাঁজা ৩৫ কেজি ৫০০ গ্রাম, মোবাইল -৫ (পাঁচ) টি, সীম কার্ড-৭ (সাত) টি, মেমোরী কার্ড- ১ (এক) টি, নগদ- ৮,২৬৪/- (আট হাজার দুইশত চৌষট্টি), মাইক্রোবাস- ১ (এক) টি উদ্ধার হয়।

এবং শীর্ষ মাদক ব্যবসায়ী আসামী মোঃ আলম মিয়া (৩৮), পিতা-মৃত আব্দুল মতিন, সাং-মানোরা, মোঃ কামাল হোসেন (৩০), পিতা- মোঃ সিদ্দিক মিয়া, সাং- বাগড়া, উভয় থানা-ব্রাক্ষণপাড়া, এবং মোঃ জাহাঙ্গীর আলম @শামীম (৩০), পিতা- মোঃ জাকির হোসেন, সাং- উৎসবপদুয়া , থানা- লালমাই, সর্ব জেলা- কুমিল্লা। উল্লেখিত মাদক ব্যাবসায়ীদের হাতেনাতে গ্রেফতার করা হয়। ধৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্তা গ্রহন করা হচ্ছে।


বিজ্ঞাপন
👁️ 23 News Views