যুগান্তকারী ভূমিকা রেলওয়ের

অর্থনীতি

নিজস্ব প্রতিনিধি : করোনার এই মহাক্রান্তিলগ্নে দেশের মানুষের সেবায় আরেকটি যুগান্তকারী ভূমিকা পালন করলো বাংলাদেশ রেলওয়ে। রেলপথে প্রতিবেশী দেশ ভারত থেকে আমদানি করা হলো বিপুল পরিমাণ তরল অক্সিজেন যা করোনা আক্রান্ত মানুষের চিকিৎসাসেবা নিশ্চিতকরণে ব্যাপক ভূমিকা রাখবে৷


বিজ্ঞাপন

ভারত থেকে এখন পর্যন্ত দুইটি ট্রিপে অক্সিজেন এসে বাংলাদেশে পৌঁছেছে৷ প্রতি ট্রিপ ছিলো দশটি করে কন্টেইনারের একটি করে রেক যা আনলোড করা হয় বঙ্গবন্ধু সেতু পশ্চিম স্টেশনে৷ প্রথম ট্রিপে অক্সিজেন আসে ২০০টন এবং দ্বিতীয় ট্রিপে অক্সিজেন আসে ২০৮টন। প্রতি টন অক্সিজেনের বাজার মূল্য ৬২ ইউএস ডলার।

প্রতি ট্রিপ থেকে বাংলাদেশ রেলওয়ে দুই লক্ষ একানব্বই হাজার সাতশত নব্বই টাকা করে রাজস্ব অর্জন করে।