সরিষাবাড়ীতে ইউএনও’র হাতে ৪ শত কেএন-৯৫ মাস্ক তুলে দিলেন হুমায়ুন কবীর

সারাদেশ

মোস্তাফিজুর রহমান,সরিষাবাড়ী : বিশ্বব্যাপী মহামারী কোভিড ১৯ করোনা ভাইরাস থেকে সুরক্ষা পেতে মাস্ক ব্যবহার করা অপরিহার্য। অতিমারী করোনা ভাইরাস প্রতিরোধে সবার আগে প্রয়োজন স্বাস্থ্যবিধি মেনে চলা, সচেতনতা বৃদ্ধি ও নিয়মিত মাস্ক পরিধান করা। এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার ২৯ জুলাই দুপুরে জামালপুরের সরিষাবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদ এর হাতে করোনা ভাইরাস থেকে সুরক্ষার জন্য উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সকল স্টাফদের জন্য কেএন-৯৫ চার শত মাস্ক উপহার দিয়েছেন উপজেলা যুবলীগের সদস্য ও আসন্ন মহাদান ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী হুমায়ুন কবীর।
উল্লেখ্য যে, সম্প্রতি সরিষাবাড়ী উপজেলার বিভিন্ন জায়গায় জনসাধারণের মাঝে প্রায় ৫০ হাজার কে এন ৯৫ মাস্ক বিতরণ করেন হুমায়ুন কবীর। উপজেলা যুবলীগের সদস্য ও আসন্ন মহাদান ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী হুমায়ুন কবীর বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে সুরক্ষা সামগ্রী বিতরণ সম্মুখসারী যোদ্ধাদের জন্য অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে সম্মুখসারীর যোদ্ধাদের জন্য এক সপ্তাহের মধ্যে আরও দুই তিন হাজার মাস্ক উপজেলা নির্বাহী অফিসারের নিকট দিব। সবাই ঘরে থাকুন, স্বাস্থ্য বিধি মেনে চলুন। এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্হিত ছিলেন।


বিজ্ঞাপন