জরুরী রোগী পরিবহনে সিএমপি’র বন্দর বিভাগে চালু হল ফ্রী পরিবহন সার্ভিস

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : গাড়ী/এ্যাম্বুলেন্স স্বল্পতার কারনে চলমান লকডাউনে হাসপাতালে রোগী পরিবহনে অনেকে সমস্যায় পড়েছেন। এ সমস্যা সমাধানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর, পিপিএম এর নির্দেশে উপ-পুলিশ কমিশনার (বন্দর) এস এম মেহেদী হাসান, বিপিএম(বার), পিপিএম(বার) কোভিড-১৯ সহ জরুরী রোগী পরিবহনে সিএমপি’র বন্দর বিভাগ কর্তৃক ফ্রী রোগী পরিবহন সার্ভিস এর উদ্বোধন করেন।


বিজ্ঞাপন

উক্ত ফ্রী রোগী পরিবহন সার্ভিসে ৩ টি মাইক্রোবাস ও ১৫ টি সিএনজি সম্পূর্ণ বিনামূলে রোগী পরিবহন সেবা দিতে প্রস্তুত রয়েছে। করোনা ভাইরাসের মহামারীকালীন সময়ে ২৪/৭ এই সেবা চালু থাকবে।

জরুরী রোগী পরিবহনে গাড়ী/এ্যাম্বুলেন্স এর সংকট থাকলে সিএমপি’র বন্দর বিভাগের চারটি থানায় ডিউটি অফিসারের নম্বরে যোগাযোগ করলে এই ফ্রি পরিবহন সেবা মিলবে।

সিএমপি’র বন্দর বিভাগ এলাকা হতে চট্টগ্রাম মহানগরে যে কোন স্থানে বিনামূল্যে রোগী পরিবহনে এই সেবা পাওয়া যাবে।

বন্দর থানাঃ 01320-052899
ইপিজেড থানাঃ 01320- 052926
পতেঙ্গা থানাঃ 01320-052953
কর্ণফুলী থানাঃ 01320-052980

এসময় সেখানে আরও উপস্থিত ছিলেন সহকারি পুলিশ কমিশনার কাজী মোঃ তারেক আজিজ, বন্দর থানা, অফিসার ইনচার্জ, মোঃনিজাম উদ্দিন, অফিসার ইনচার্জ, ইপিজেড থানা, উৎপল বড়ুয়া, অফিসার ইনচার্জ, পতেঙ্গা থানা, মোঃ জোবায়ের সৈয়দ, অফিসার ইনচার্জ, কর্ণফুলী থানা, দুলাল মাহমুদ, চট্টগ্রাম মহানগর কমিউনিটি পুলিশিং এর সদস্য সচিব অহিদ সিরাজ চৌধুরী স্বপনসহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও কমিউনিটি পুলিশিং উত্তর বিভাগের বিভিন্ন কমিটির নেতৃবৃন্দ।