নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান

অপরাধ বানিজ্য

বিশেষ প্রতিবেদক : শনিবার ১১ সেপ্টেম্বর বাজারে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে এবং ভোক্তাস্বার্থ বিরোধী বিভিন্ন অপরাধ প্রতিরোধে বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক ঢাকাসহ সারাদেশে অভিযান /তদারকি কার্যক্রম পরিচালিত হয়।


বিজ্ঞাপন

ঢাকা মহানগরীর কাওরান বাজার,মোহাম্মদপুর কৃষিমার্কেট ও টাউনহল বাজারে অধিদপ্তরের ২টি টিম কর্তৃক চিনি, চাল, ভোজ্যতেলসহ অন্যান্য নিত্যপণ্যের দোকানে অভিযান পরিচালিত হয়।

অভিযানে পাইকারী ও খুচরা পর্যায়ের কয়েকটি চিনি বিক্রয়কারী প্রতিষ্ঠানে চিনির মূল্য, ক্রয়-বিক্রয়ের রসিদ এবং মূল্যতালিকা পর্যবেক্ষণ করা হয়। এসময় সরকার নির্ধারিত মূল্য অপেক্ষা অধিকমূল্যে চিনি বিক্রয়ে অপরাধে কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা আরোপ করা হয় এবং অন্যান্য ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্যে চিনি বিক্রয়ের জন্য সতর্ক করা হয়।


বিজ্ঞাপন

ঢাকার বাইরে অধিদপ্তরের বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাগণের নেতৃত্বে বিভিন্ন নিত্যপণ্যের বাজার এবং ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় ভোক্তা অধিকার বিরোধী অপরাধে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা আরোপ করা হয়।


বিজ্ঞাপন

ঢাকাসহ সারাদেশে ২০টি টিম কর্তৃক পরিচালিত অভিযানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য /ঔষধ বিক্রয়, মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণ, পণ্যের মোড়কজাতকরন বিধিমালা লংঘন, অবৈধ প্রক্রিয়ায় খাদ্যদ্রব্য প্রস্তুত, ওজন ও পরিমাপে কারচুপিসহ ভোক্তাস্বার্থ বিরোধী বিভিন্ন অপরাধে ৫৫টি প্রতিষ্ঠানকে ২,৬১,৫০০ ( দুই লক্ষ একষট্টি হাজার পাঁচশত) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, স্বাস্থ্য বিভাগ, কৃষি বিভাগ, মৎস্য বিভাগ, ক্যাবসহ সংশ্লিষ্ট শিল্প ও বণিক সমিতির প্রতিনিধিবৃন্দ অধিদপ্তর পরিচালিত অভিযানে সহযোগিতা প্রদান করেন।

এ প্রসঙ্গে অধিদপ্তরের মহাপরিচালক বাবলু কুমার সাহা বাজারে চিনি, ভোজ্যতেলসহ অন্যান্য নিত্যপণ্যের দাম ভোক্তা সহনীয় পর্যায়ে রাখার জন্য সংশ্লিষ্ট ব্যবসায়ীদের আহবান জানান।

বাজারে নিত্যপণ্যের মূল্য কারসাজি এবং কৃত্রিম সংকট সৃষ্টিকারী অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অধিদপ্তরের নিয়মিত এ অভিযান / তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

 

 

👁️ 7 News Views