যশোর বসুন্দিয়ায় গাজা ব্যবসায়ীদের হাতে গুরুতর আহত রমজান মীর

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : যশোর সদর থানার বসুন্দিয়া গ্রামের সরকারি রিফিউজি কলোনির গাজা ব্যবসায়ী ওয়াস্তে আলী ও তার ছেলে তুচ্ছ ঘটনার জের ধরে প্রতিবেশী মৃত হাদী মীরের ছোট ছেলে রমজান মীরকে ভারী শাবল দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর জখম করে। আহত রমজান মীর এখন যশোর ২৫০ শয্যা হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।


বিজ্ঞাপন

জানা গেছে ওয়াস্তে আলী ও তার ছেলে বসুন্দিয়ার মীর পাড়াস্থ সরকারি রিফিউজি কলোনিতে দীর্ঘদিন যাবত গাঁজার ব্যবসা করে আসছিল। এই গাজার ব্যবসায় রমজান মীর পূর্বে থেকেই বাঁধা দিয়ে আসছিল। সর্বশেষ গতকাল রমজান মীরদের জায়গায় রাস্তার উপর মেটে আলুর গাছ ছেড়ার অজুহাতে ওস্তে আলী ও তার ছেলে এবং রমজান মীরের সাথে কথা কাটাকাটির একপর্যায়ে ওয়াস্তে আলী ও তার ছেলের হাতে থাকা ভারি লোহার শাবল দিয়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকলে লোহার শাবলের আঘাতে রমজান মীর মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয় লোকজন ও রমজান মীরের ভাগ্নে রাব্বি দ্রুততম সময়ে যশোর ২৫০ শয্যা হাসপাতাল ভর্তি করে। হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক রমজান মীরের অবস্থা আশংকা জনক বলে জানান। গুরুতর জখম রমজান মীরের মাথায় ১২ টি সেলাই দেওয়া হয়েছে এবং তার ডান পা ভেঙ্গে যাওয়ার মতো অবস্থা। জরুরি বিভাগের চিকিৎসক জানান রমজান মীরের মাথা সিটিস্ক্যান না করা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। এ বিষয় কথা বলার জন্য যশোর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং পরিদর্শক তদন্তের মোবাইল নাম্বারে একাধিক বার কল করলেও তারা মোবাইল রিসিভ না করায় তাদের কোন প্রকার বক্তব্য পাওয়া যায় নি। তাদের মোবাইলে না পেয়ে যশোর জেলা পুলিশ সুপারের সরকারি মোবাইল নাম্বারে একাধিক বার কল করেলে তিনিও মোবাইল রিসিভ করেন নি।