নওয়াপাড়া পৌরসভা নির্বাচনের ৩০টি কেন্দ্রের ২৫টিই ঝুঁকিপূর্ণ

সারাদেশ

সুমন হোসেন, অভয়নগর (যশোর) থেকে : অভয়নগরের নওয়াপাড়া পৌরসভা নির্বাচনের মোট ৩০টি কেন্দ্রের ২৫টিই ঝুঁকিপূর্ণ। পৌর নির্বাচনের শুক্রবার মধ্যেরাতে প্রচার-প্রচারণা শেষ হয়েছে। আগামী ২০ সেপ্টেম্বর সোমবার রাত পোহালেই ভোট গ্রহণ শুরু হবে। কিন্তু ৩০টি ভোট কেন্দ্রের ২৫টিই ঝুঁকিপূর্ণ। এর মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ রয়েছে ৬টি।
কেন্দ্র গুলো হলো- নওয়াপাড়া মডেল কলেজ, বুইকারা সরকারী প্রাথমিক বিদ্যালয়, আল- হেলাল মাধ্যমিক বিদ্যালয়, আল- হেলাল ইসলামী একাডেমি সরকারী প্রাথমিক বিদ্যালয়, নওয়াপাড়া পাইলট বালিকা বিদ্যালয় কেন্দ্র ও নওয়াপাড়া মহিলা কলেজ কেন্দ্র।
আগামী ২০ সেপ্টেম্বর সোমবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতীহীন ভাবে এ নির্বাচনে ভোট গ্রহন চলবে। নওয়াপাড়া পৌরসভায় এবারই প্রথম ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে মেয়র ও কাউন্সিলার প্রার্থীরা ভোটারদের কাছে যেয়ে ভোট প্রার্থনায় ব্যাস্ত সময় পার করেছে।
নওয়াপাড়া পৌরসভার আয়তন ২৫.১২ বর্গ কিলোমিটার। অভয়নগর উপজেলা নির্বাচন অফিস সূত্রে যানা গেছে, এ পৌরসভায় মোট ভোটরের সংখ্যা ৬৩ হাজার ১শ’ ৮৬ জন। যার মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৩১ হাজার ১শ’ ৪১ এবং নারী ভোটারের সংখ্যা ৩২ হাজার ৪৫ জন।
এবারের নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে মাঠে নেমেছেন ৩ জন। ৩টি সংরক্ষিত ওয়ার্ডে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হিসাবে ১১ জন এবং ৯টি ওয়ার্ডে সাধারন কাউন্সিলর প্রার্থী হিসাবে রয়েছেন ৫৫ জন পুরুষ প্রার্থী। সর্ব মোট ৭০ জন প্রার্থী এ নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছেন।
আসন্ন নওয়াপাড়া পৌরসভা নির্বাচনের ভোট গ্রহনের প্রায় সকল প্রস্তুতি সম্পন্ন এবং ভোট কেন্দ্র গুলোতে প্রিজাইডিং অফিসার নিয়োগও সম্পন্ন করেছে স্থানীয় নির্বাচন কমিশন। ঝুঁকিপূর্ণ ও অধিক ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র চিহ্নিতের বিষয়টি নিশ্চিত করেছেন অভয়নগর থানার অফিসার ইনচার্জ এ কে এম শামীম হাসান।
উল্লেখ্য, আসন্ন ২০ সেপ্টেম্বর নওয়াপাড়া পৌরসভা নির্বাচনে ৩০টি ভোট কেন্দ্রের ৮৮টি বুথে ৬৩ হাজার ১শ’ ৮৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।


বিজ্ঞাপন