যশোর প্রতিনিধি : যশোর জেলা পুলিশের বাগ আঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের মাদক বিরোধী অভিযানে ৯৬ বোতল ফেনসিডিলসহ দুইজন কিশোর গ্রেফতার হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।

জানা গেছে, যশোর জেলার পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার), পিপিএম এর দিক-নির্দেশনায় বাগ আঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই(নিরস্ত্র) সাইফুল ইসলাম সহ একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ১৭ সেপ্টেম্বর রাত ৩ টা ১০ মিনিটে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান পরিচালনা কালে শার্শা থানাধীন রাড়ীপুকুর পশ্চিমপাড়া জনৈক ওলিয়ার রহমান এর বাড়ির পাশে ৯৬ বোতল ফেনসিডিল সহ দুইজন কিশোরকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় আইনের বাধ্যবাধকতা থাকায় তাদের নাম, পরিচয় ও ছবি প্রকাশ করা গেল না।

👁️ 11 News Views
