সারাদেশে নৌ ধর্মঘট স্থগিত

অন্যান্য জাতীয় জীবন-যাপন সারাদেশ

নিজস্ব প্রতিবেদক : নিয়োগপত্র, ভাতা, চাঁদাবাজি বন্ধ করাসহ ১১ দফা দাবিতে নৌযান শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট স্থগিত করা হয়েছে।


বিজ্ঞাপন

বুধবার বিকেলে শ্রম অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক বৈঠক শেষে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. শাহ আলম ও সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম এ ঘোষণা দেন।

শ্রম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আক্তার হোসেন এ কথা জানান।


বিজ্ঞাপন

তিনি জানান, শ্রম অধিদপ্তরের মহা পরিচালক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে নৌযান শ্রমিক ফেডারেশনের প্রতিনিধিরা বৈঠকে অংশ নেন। তারা যাত্রীদের দুর্ভোগের কথা বিবেচনা করে সব ধরনের নৌযান ধর্মঘট স্থগিত করেছেন।


বিজ্ঞাপন

এর আগে বিভিন্ন দাবিতে মঙ্গলবার রাত থেকে শুরু হয় নৌ-শ্রমিক ধর্মঘট। এতে নদীপথে চলাচলকারী সাধারণ যাত্রীরা ব্যাপক ভোগন্তিতে পড়েন।

👁️ 12 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *