নিজস্ব প্রতিনিধি : বুধবার ২০ অক্টোবর ডিবি যশোরের এসআই ইদ্রিসুর রহমান, এসআই সামনুর মোল্লা সোহান, এএসআই রঞ্জন কুমার বসুগণের সমন্বয়ে গঠিত একটা চৌকস টিম ১টা ২০ মিনিটে কোতোয়ালী মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনা কালে কোতোয়ালি মডেল থানাধীন কুয়াদা বাজারস্থ আমেনা ফার্মেসীর সামনে পাঁকা রাস্তার উপর হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ লাল্টু (৩০), পিতা- ওহাব আলী গাজী, সাং- কাশিম নগর, মোঃ ইমামুল দফাদার (২৬), পিতা- আবু খায়ের @ মুকিন দফাদার, সাং- জয়পুর দফাদার পাড়া, উভয়থানা- মনিরামপুর জেলা- যশোরদ্বয়কে ১৩২ (একশত বত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সহ গ্রেফতার করেন।

উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ৩৯,৬০০ (ঊনচল্লিশ হাজার ছয়শত) টাকা।
এ সংক্রান্ত সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।

👁️ 16 News Views
