নড়াইল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল কর্তৃক বিকাশ প্রতারক চক্রের কাছ থেকে ভুক্তভোগীর টাকা উদ্ধার

অন্যান্য অপরাধ এইমাত্র

মোঃ রফিকুল ইসলাম ঃ নড়াইল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল নড়াইল কর্তৃক বিকাশ প্রতারক চক্রের নিকট থেকে অভিযোগ প্রাপ্তীর ১২ ঘন্টার মধ্যে ১৯,৭৫০ টাকা উদ্ধার ও প্রকৃত মালিককে উক্ত টাকা প্রদান, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।


বিজ্ঞাপন

নড়াইল জেলার পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম (বার), এর অফিস কক্ষে গতকাল সোমবার ৭ মার্চ একটি লিখিত অভিযোগ দাখিল করেন যে, গতকাল সোমবার ৭ মার্চ অজ্ঞাতনামা কে বা কাহারা তাহার বিকাশ নম্বর হইতে ১৯,৭৫০ টাকা নিয়ে নেয়। উক্ত ঘটনায় বাদী অর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়।

উক্ত বিষয়টি পুলিশ সুপার, নড়াইল জানালে পুলিশ সুপার, নড়াইল বিষয়টি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, নড়াইলকে ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেন। সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, নড়াইল উল্লেখিত অভিযোগের বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত পূর্বক দ্রুত ব্যবস্থা গ্রহণ করে এবং অভিযোগ কারীর প্রতরণার মাধ্যমে খোয়া যাওয়া ১৯,৭৫০ টাকা উদ্ধার পূর্বক ফেরত দেওয়া হয়।

👁️ 37 News Views