আইজিপি’র ২য় বর্ষপূর্তি উদযাপন এবং পরিবর্তনের পরিক্রমা: নাগরিক অভিমত ও দুর্জয়ের ডায়েরী-২ গ্রন্থদ্বয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত

Uncategorized অন্যান্য

নিজস্ব প্রতিনিধি ঃ বুধবার ১৩ এপ্রিল, সকাল ১১ টা ১০ মিনিটের সময় ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) মহোদয়ের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) হিসেবে ২য় বর্ষপূর্তি উদযাপন এবং পরিবর্তনের পরিক্রমা: নাগরিক অভিমত ও দুর্জয়ের ডায়েরী-২ গ্রন্থদ্বয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান উপলক্ষে আইজিপি’র সাথে ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়।

উক্ত ভিডিও কনফারেন্স অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়াম, রাজারবাগ, ঢাকা থেকে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত হন ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার), ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ বাংলাদেশ ।

খুলনা মেট্রোপলিটন পুলিশের সম্মেলন কক্ষ থেকে উক্ত ভিডিও কনফারেন্স অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন কেএমপি’র পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা।

এছাড়াও, উক্ত ভিডিও কনফারেন্স অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) এসএম ফজলুর রহমান; অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) সরদার রকিবুল ইসলাম, বিপিএম, ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) মোল্লা জাহাঙ্গীর হোসেন; বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) রাশিদা বেগম, পিপিএম-সেবা, ডেপুটি পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ এহ্সান শাহ্, ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি) বি.এম নুরুজ্জামান, বিপিএম, ডেপুটি পুলিশ কমিশনার (এফএন্ডবি) শেখ মনিরুজ্জামান মিঠু, ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ তাজুল ইসলাম; অতিঃ ডেপুটি পুলিশ কমিশনার (সোয়াট) মোঃ মারুফাত হুসাইন; অতিঃ ডেপুটি পুলিশ কমিশনার (ফোর্স) শেখ ইমরান, সহকারী পুলিশ কমিশনার (স্টাফ অফিসার টু পিসি) ইমদাদুল হক; সহকারী পুলিশ কমিশনার (আরও) মোঃ আজম খান এবং সহকারী পুলিশ কমিশনার (ফোর্স) মোঃ সালাউদ্দিন।


বিজ্ঞাপন
👁️ 5 News Views