মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্য বিক্রির দায়ে মুন্সীগঞ্জে ভোক্তা অধিকার কর্তৃক জরিমানা আদায়

Uncategorized আইন ও আদালত

নিজস্ব প্রতিনিধি ঃ মঙ্গলবার ১৯ এপ্রিল, দুপুর সাড়ে ১২ টায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক টংগিবাড়ি উপজেলায় বেতকা চৌরাস্তা এলাকায় অভিযান কার্যক্রম পরিচালিত হয়।

বাবা ভান্ডারি সুইটমিটে অভিযান কালে দেখা যায় যে, মাঠার বোতলে, রসমালাইয়ের মোড়কে, ঘি এর কৌটায় উতপাদনের তারিখ মেয়াদোত্তীর্ণের তারিখ এম আর পি উল্লেখ করা হচ্ছে না।

দোকানটিকে ৩০০০ টাকা জরিমানা করা হয়। হৃদয় অজন্তা কনফেকশনারি তে মনিটরিং কালে দেখা যায় যে, উতপাদনের তারিখ মেয়াদোত্তীর্ণের তারিখ বিহীন শিশু খাদ্য বিক্রি করা হচ্ছে। দোকান টিকে ৩০০০ টাকা জরিমানা করা হয়।
চমক এন্টারপ্রাইজে মনিটরিং কালে দেখা যায় যে, এলপি গ্যাস, জালানি তেল প্রভৃতির মূল্য তালিকা প্রদর্শন করা হচ্ছে না। দোকান টিকে ২০০০ টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন সহকারী পরিচালক আসিফ আল আজাদ।টংগিবাড়ি থানা পুলিশ এর একটি টিম ও উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ আনোয়ারুল ইসলাম অভিযানে সহযোগিতা করেন।


বিজ্ঞাপন
👁️ 9 News Views