বিশেষ প্রতিবেদক ঃ খ্যাতনামা অর্থনীতিবিদ, রাজনীতিবিদ, ভাষাসৈনিক, সাবেক সংসদ সদস্য এবং সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ আইজিপি, বাংলাদেশ, ড. বেনজীর আহমেদ বিপিএম (বার)।
আইজিপি সনিবার এক শোক বার্তায় বলেন, বাংলাদেশের অর্থনীতির ইতিহাসে একজন পুরোধা ব্যক্তিত্ব আবুল মাল আব্দুল মুহিত। 
প্রজ্ঞাবান, কর্মযোগী ও নিষ্ঠাবান এই ব্যক্তিত্ব অর্থনীতিবিদ, মন্ত্রী, গবেষক, পরিবেশবিদ ও লেখক হিসেবে গৌরবোজ্জ্বল ভূমিকা রেখেছেন যা অবিস্মরণীয় হয়ে থাকবে। 
স্বাধীনতা পদকে ভূষিত প্রাণবন্ত মানুষ, বর্ষীয়ান অর্থনীতিবিদ আবুল মাল আবদুল মুহিত বেঁচে থাকবেন অনুপ্রেরণার উৎস হয়ে।
আইজিপি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

👁️ 3 News Views

