ডিএনসি’র টেকনাফ বিশেষ জোন কর্তৃক ৬০ লাখ টাকা মূল্যের ২০ হাজার ইয়াবা সহ ২ জন আটক

Uncategorized অপরাধ

টেকনাফ প্রতিনিধি ঃ কক্সবাজার টেকনাফে ৬০ লাখ টাকা মূল্যের ২০ হাজার পিস ইয়াবা সহ দুই মাদক পাচারকরীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের সদস্যরা।
গত বুধবার ২৫ মে, রাতে টেকনাফ কলেজ পাড়ার মৃত কালা মিয়ার ছেলে আব্দুর রহমান (৪৫) ও মোহাম্মদ হোসেনের ছেলে ফয়সাল (২২) কে আটক করা হয় ।

গত বৃহস্পতিবার ২৬ মে, বিকালে বিষয়টি নিশ্চিত করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষে জোনের সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা মুকুল ।
তিনি জানান, গোপন খবরের ভিত্তিতে টেকনাফ পৌরসভার পাইলট স্কুলের মাঠে পূর্ব পাশে এস এম ফারুক বাবুল মার্কেটস্থ সিফা মোটরস নামক দোকানের সামণে অভিযান চালিয়ে দুইজন মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়েছে।
এসময় তাদের হেফাজতে থাকা শপিং ব্যাগের ভিতর থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা মূল্য ৬০ লাখ টাকা। এবং আটক মাদক কারাবরিদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে ।


বিজ্ঞাপন
👁️ 20 News Views