ফেসবুক বিড়ম্বনায় ববিতা-চম্পা

এইমাত্র বিনোদন বিবিধ

বিনোদন প্রতিবেদক : বাংলা চলচ্চিত্রের বরেণ্য দুই অভিনয়শিল্পী ববিতা ও চম্পা। অভিনেত্রীর বাইরেও তাদের সম্পর্ক হচ্ছেতারা দুজন বোন। অনেকদিন ধরেই তাদের দেখা মিলছেনা পর্দায়।


বিজ্ঞাপন

সম্প্রতি তাদের দুই বোনের নামে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গিয়েছে। তাদের দুজনের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে চাঁদাবাজির চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন দুই বোন। তবে কারা এমনটা করছেন বুঝতে পারছেন না এই দুই অভিনেত্রী। বিষয়টি নিয়ে খুবই বিব্রতকর পরিস্থিতিতে রয়েছেন।

ববিতা জানান, আমি ফেসবুক ব্যবহার করি না। তবে কোনো অনুষ্ঠানে গেলে আমাকে শুনতে হয় আপনি তো আমার ফেসবুক ফ্রেন্ড।


বিজ্ঞাপন

তিনি আরও জানান, ঘরের দুর্লভ স্থিরচিত্রও নাকি ওই ফেসবুক থেকে প্রকাশ করে দেওয়া হয়। সবচেয়ে বড় চিন্তার বিষয় হচ্ছে মেসেঞ্জারে অনেকের কাছে নাকি টাকা চেয়েছি। খুবই চিন্তার বিষয়। তাই কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।


বিজ্ঞাপন

শুধু ববিতা নয় ছোট বোন চম্পাও ফেসবুক নিয়ে বিরক্ত। চম্পার ফেসবুক আইডি থেকেও কে বা কারা টাকা দাবি করছে। বিষয়টি আইনিভাবে মোকাবিলা করবেন বলে জানা যায়।

👁️ 4 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *