পদ্মা সেতু উদ্বোধন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সাংবাদিক সমাজের আনন্দ শোভাযাত্রা

Uncategorized জাতীয়

নিজস্ব প্রতিবেদক ঃ সাংবাদিক সমাজ স্বপ্নের পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়ন ও উদ্বোধন বাংলাদেশের উন্নয়নের মাইলফলক অবিহিত করে, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন। রং বেরং এর বেলুন, ফেসটুন, ব্যান পার্টি,ব্যানার নিয়ে মঙ্গলবার ২৮ জুন, সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাব থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটা গনি রোড থেকে জিরো পয়েন্ট হয়ে জাতীয় প্রেসক্লাবে এসে শেষ হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে জিরো পয়েন্টে দাড়িয়ে রং বেরং এর শতাধিক বেলুন উড়িয়ে দেন। শোভাযাত্রা শেষে জাতীয় প্রেসক্লাব চত্বরে এক সাংবাদিক সমাবেশ অনুষ্ঠিত হয়।

অবিসংবাদিত সাংবাদিক নেতা দ্যা ডেইলি অবজারভার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন (বিএফইউজে) বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, জাতীয় প্রেসক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন, নয়াদিল্লির প্রেস মিনিস্টার শাবান মাহমুদ ও আব্দুল জলিল ভুঁইয়া প্রমুখ।
শোভাযাত্রায় জাতীয় প্রেসক্লাব, বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজে, সাব-এডিটর কাউন্সিল, ঢাকা রিপোর্টর্স ইউনিটি, ক্রাইম রিপোর্টর্স এসোসিয়েট, বরিশাল বিভাগ সাংবাদিক ইউনিয়ন, জয় বাংলা সাংবাদিক মঞ্চ, বঙ্গবন্ধু সাংবাদিক পরিষদ, গোপালগঞ্জ সাংবাদিক সমিতি, মুক্তিযোদ্ধা সন্তান সাংবাদিক ফোরাম, ঢাকা সাংবাদিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেড ব্যানার নিয়ে বিপুল সংখ্যক সাংবাদিক শোভাযাত্রায় অংশ গ্রহন করেন।


বিজ্ঞাপন
👁️ 2 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *