স্বর্গীয় নির্মল রঞ্জন গুহ’র অকাল মৃত্যুতে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন কর্মসূচি গ্রহণ

Uncategorized অন্যান্য

নিজস্ব প্রতিবেদক ঃ বুধবার ২৯ জুন
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি স্বর্গীয় নির্মল রঞ্জন গুহ’র অকাল মৃত্যুতে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

১ জুলাই শুক্রবার সকাল ১০ টায় ঢাকা বিশ্ববিদ্যালয় এর টিএসসি থেকে শোভাযাত্রা সহকারে তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে যাওয়া হবে। সকাল ১১ টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সর্ব সাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে।

শ্রদ্ধা নিবেদন শেষে নির্মল রঞ্জন গুহের মরদেহ ২৩, বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেওয়া হবে এবং পরে নিজ গ্রাম দোহারে শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

আগামী ৩ দিন সংগঠনের প্রতিটি জেলা এবং উপজেলা কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং কালো পতাকা উত্তোলন করা হবে।

সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু সকল পর্যায়ের নেতৃবৃন্দকে উক্ত কর্মসাচিতে অংশ নিতে নির্দেশনা প্রদান করেছেন।


বিজ্ঞাপন
👁️ 8 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *