নিজস্ব প্রতিনিধি ঃ শুক্রবার ৫ আগস্ট ভোলা জেলার বিচ্ছিন্ন দ্বীপ মনপুরার মানুষের জন্য বিশেষ আনন্দের দিন। কর্মসংস্থান, শিল্পায়ন, পর্যটন শিল্পের বিকাশ সহ বদলে যাবে মনপুরাবাসীর জীবন মান, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।
জানা গেছে, শুক্রবার ওজোপাডিকো এবং ওয়েস্টার্ন মনপুরা সোলার পাওয়ার লিঃ এর মধ্যে ৩ মেগাওয়াট সোলার-ব্যাটারি-ডিজেল হাইব্রিড পাওয়ার প্ল্যান্ট স্থাপনের চুক্তি স্বাক্ষর হলো। এই প্রযুক্তির পাওয়ার প্ল্যান্ট বিশ্বের দ্বিতীয় বৃহত্তম।
এর মাধ্যমে মনপুরা দ্বীপের ২০,৪৮৩ জন গ্রাহক সরকারি গ্রিডের মূল্যে বিদ্যুৎ সুবিধা পাবেন। এর ফলে কর্মসংস্থান, শিল্পায়ন, পর্যটন শিল্পের বিকাশসহ বদলে যাবে মনপুরাবাসীর জীবন মান।

👁️ 25 News Views
