পাকিস্তানের সেই গাদ্দার বাংলাদেশের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান!

Uncategorized অন্যান্য

কুটনৈতিক বিশ্লেষক ঃ পাকিস্তানে একট কবরের উপর লেখা ছিলো ‘ইধার শো রাহা হ্যায় এক গাদ্দার’!
বাংলা অর্থ – ‘এখানে শুয়ে আছে এক বেঈমান’ পাকিস্তানের সেই গাদ্দারটি কে তা কি আমরা জানি? তিনি বাংলাদেশের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান!!

দীর্ঘ ৩৫টি বছর পাকিস্তানের মাটিতে চরম ঘৃণাভরে শায়িত ছিলেন আমাদের মুক্তিযুদ্ধের এই নায়ক।

২০০৬ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ঐকান্তিক প্রচেষ্টায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের দেহাবশেষ বাংলাদেশে ফিরিয়ে আনা হয়,এবং পরিপূর্ণ মর্যাদায় দেশের মাটিতে দাফন করা হয়। বাংলাদেশে তার মৃতদেহ আসা পর্যন্ত খালেদা জিয়া এয়ারপোর্টে অপেক্ষা করেছিলেন।

হে মৃত্যুঞ্জয়ী! তোমার আত্ম বলিদানের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন মানচিত্র।
তোমাকে আমরা ভুলি নাই। ভুলবো না। তুমি আছো লক্ষ কোটি বাঙালির হৃদয়ের গভীরে। শ্রদ্ধাঞ্জলি। (জন্মঃ২৯ অক্টোবর ১৯৪১-মৃত্যুঃ২০ আগস্ট ১৯৭১)


বিজ্ঞাপন
👁️ 23 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *