২৯ লক্ষ ডলারের সামরিক সহায়তা দিলো যুক্তরাষ্ট্র

Uncategorized আন্তর্জাতিক

কুটনৈতিক বিশ্লেষক ঃ বাংলাদেশকে ২৯ লক্ষ ডলারের সামরিক সহায়তা দিলো যুক্তরাষ্ট্র। এই সামরিক সহায়তা তারা বরাবরের মতই নগদ অর্থ দেয়নি।

২৯ লক্ষ ডলারের সরন্জাম দিয়েছে, যার আওতায় বাংলাদেশ নৌবাহিনীকে তারা ১০টি ডিফেন্ডার ক্লাস হাই স্পিড বোট দিয়েছে।

এই বোট গুলো পোর্ট সিকিউরিটি, পেট্রোল, চেজিং এবং স্পেশাল ফোর্স অপারেশন এর জন্যে উপযুক্ত।

এই বোট গুলোর গতি প্রায় ৪৬ নট বা ঘন্টায় ৮৫ কিঃমি। অপারেশনাল রেন্জ ৩২৪ কিঃমি। অস্ত্র ব্যবস্থায় একটি বা দুটি মেশিনগান বহন করে। ওজনে কম হওয়ায় সহজেই ট্রাক কিংবা C-130 বিমানে পরিবহন করা যায়।


বিজ্ঞাপন
👁️ 7 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *