চাঁদাবাজির অভিযোগে ৭ পুলিশ বরখাস্ত

অপরাধ আইন ও আদালত এইমাত্র খুলনা জীবন-যাপন সারাদেশ

খুলনা প্রতিনিধি : চাঁদাবাজি ও আর্থিক অনিয়মের অভিযোগে খুলনা জেলা গোয়েন্দা পুলিশের দুই এসআইসহ সাত পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।


বিজ্ঞাপন

মঙ্গলবার দুপুরে খুলনা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, ডুমুরিয়ার চুকনগর থেকে একটি আর্থিক লেনদেনের অভিযোগ এসেছে এদের বিরুদ্ধে। আর্থিক লেনদেনে যেহেতু আমরা জিরো টলারেন্স, তাই সোমবার রাতে তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সাময়িক বরখাস্ত হওয়া পুলিশ সদস্যরা হলেন- এসআই লুৎফল, এসআই হাসান, এএসআই শেখ সাইদুর রহমান, এএসআই গাজী সাজ্জাদুল ইসলাম, কনস্টেবল মো. কামরুজ্জামান বিশ্বাস, কনস্টেবল জামিউল হাসান ইমন ও কনস্টেবল জুয়েল শেখ।


বিজ্ঞাপন

বিষয়টি তদন্ত করে দেখা হবে কে জড়িত কে জড়িত নয় বলেও জানান এসপি শফিউল্লাহ।


বিজ্ঞাপন
👁️ 1 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *