আইজিপি’র সহযোগিতায় সত্তরোর্ধ্ব মনিজা বেওয়ার মুখে তৃপ্তির হাসি

Uncategorized অন্যান্য

নিজস্ব প্রতিবেদক ঃ মনিজা বেওয়া। সত্তরোর্ধ্ব এ গৃহহীন বৃদ্ধার একেকটি দিন যেন কাটে চরম দুর্দশায়। জীবনের পড়ন্তবেলায় এখন যার একমাত্র ভরসা নাতনি আখিঁ আক্তার।

মনিজা বেওয়ার স্বামী-সন্তান কেউই বেঁচে নেই। স্বামীকে হারিয়েছেন প্রায় ২০ বছর আগে। নাতনি আঁখি আক্তারও বিধবা। নানি-নাতনির কষ্ট আর দুর্দশা যেন সিনেমার গল্পকেও হার মানায়।

রংপুরের মিঠাপুকুর থানার অন্তর্গত দৌলতপুরে ছিল মনিজা বেওয়ার সুখের সংসার। স্বামী আফছার আলী অন্যের জমিতে কৃষিকাজ করে সংসার চালালেও জীবনে তৃপ্তি ছিল, ছিল আস্থা আর পরষ্পরের প্রতি অগাধ ভালবাসা।

চলে যাচ্ছিল জীবন সংসার। হঠাৎ ছন্দপতন। মনিজা বেওয়া তার জীবনসঙ্গিকে হারান প্রায় ২০ বছর আগে। বেঁচে ছিলেন একমাত্র মেয়ে। তিনিও সন্তান প্রসবের সময় মারা গেছেন।

সরকার থেকে বয়স্কভাতা পেলেও সেই টাকা দিয়ে বিধবা নানি-নাতনির সংসার চালানো দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। কোথায় থাকবে, সেই ঠিকানা নিশ্চিত ছিল না। ভিক্ষাবৃত্তিতে কোনো রকমে দিনপার হলেও রাতে মাথা গোঁজার ঠাঁই ছিল অন্যের রান্নাঘরে।

দীর্ঘদিন ধরে প্রতিবেশী এক ভাতিজার আশ্রয়ে রান্নাঘরে নাতনিকে নিয়ে দুর্বিষহ জীবনযাপন করেছেন মনিজা বেওয়া। ঘরে থাকার মতো পরিবেশ ছিল না। ভাঙা-চোরা টিন দিয়ে তৈরি ঘরটি। নেই দরজা-জানালা। মাঝে মধ্যে ওই ঘরে গরু রাখা হয় ।

কখনো খেয়ে বা না খেয়ে কোনো মতে বৃদ্ধা ও তার নাতনির জীবন কাটছিল নিদারুণ কষ্টে। সরকার থেকে বয়স্কভাতা পেলেও সেই টাকা দিয়ে বিধবা নানি-নাতনির সংসার চালানো দুষ্কর হয়ে দাঁড়িয়েছিল।

গত ৮ আগস্ট, একটি পত্রিকায় মনিজা বেওয়া ও আখিঁ আক্তারকে নিয়ে ‘বিধবা নাতি-নাতনির মানবেতর জীবন’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হলে তা নজরে আসে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর সভানেত্রী জীশান মীর্জার। পুনাকের সভানেত্রী হিসেবে দায়িত্ব নেবার পর অসংখ্য অসহায়ের পাশে দাঁড়িয়েছেন তিনি।

এবারও বাদ পড়েনি মনিজা বেওয়া। তিনি বিষয়টি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) এর নজরে আনলে সহযোগিতার ব্যবস্থা করে দেন তিনি।

মনিজা বেওয়ার জন্য ৩ (তিন) বছর মেয়াদে ১৭.৫০ শতক জমি বন্ধকের ব্যবস্থা করেছেন। সে লক্ষ্যে জমি বন্ধকের টাকা প্রদান করেছেন আইজিপি মহোদয়। এখন নানি-নাতনি জমিটিকে কাজে লাগিয়ে আয়ের সংস্থান করতে পারবেন। মনিজা বেওয়ার মুখে এখন হাসি ফুটেছে। পেয়েছেন নির্ভরতার জায়গা, স্বস্তি আর ভরসা।

সোমবার ১৯ সেপ্টেম্বর পুনাক সভানেত্রী জীশান মীর্জা রংপুরে গিয়ে মনিজা বেওয়ার হাতে তুলে দিয়েছেন জমির বন্ধক নামার দলিল। ভালো থাকুক মনিজা বেওয়া, সুখে থাকুক তার নাতনি আঁখি আক্তার।


বিজ্ঞাপন
👁️ 5 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *