নিজস্ব প্রতিনিধি ঃ ফিশিং বোটের মাঝি মোঃ কামরুল হোসেন গত ৪ অক্টোবর বোট থেকে পুরাতন ফিশারীঘাট এলাকায় আসার সময় অজ্ঞাতনামা কে বা কারা তাকে অপহরণ করে নিয়ে যায়।
অপহরণকারীরা মোবাইল ফোনের মাধ্যমে ২,০০,০০০ (দুই লক্ষ) টাকা মুক্তিপণ দাবি করে না দিলে অপহৃত ভিকটিমকে প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করে। উক্ত বিষয়ে বাদী অজ্ঞাতনামা অপহরনকারীদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় এজাহার দায়ের করেন।
মামলা রুজুর প্রেক্ষিতে কোতোয়ালী থানার একটি চৌকস টিম চট্টগ্রাম মহানগর এর বন্দর, পতেঙ্গাসহ হাটহাজারী ও ফটিকছড়ি থানা এলাকায় অভিযান পরিচালনা করে অপহরণের ঘটনায় জড়িত ছখিনা বেগম প্রঃ হাছিনা প্রঃ মর্জিনা, মোঃ শাহজাহান প্রঃ জয় ও মোসাঃ কনা বেগমকে গ্রেফতার পূর্বক ফটিকছড়ি দূর্গম পাহাড়ী এলাকা থেকে অপহৃত ভিকটিম মোঃ কামরুল হোসেনকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।

👁️ 19 News Views
