মোঃ সাহিদুর রহমান টেপা ঃ এরশাদ সৈনিক রা সব সময় প্রস্তুত ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য। অতীতের সকল ষড়যন্ত্র যেমন ব্যার্থ হয়েছে,তেমনি এবারের সকল ষড়যন্ত্রও ব্যার্থ হবে ইনশাআল্লাহ। আনোয়ার হোসেন মন্জু,নাজিউর রহমান মন্জু,কাজী জাফর দল ভেঙে নতুন করে দল গড়েছে এতে তারা কতটা লাভবান হয়েছে,দেশের মানুষ তাদেরকে কি চোখে দেখে সেটা ইতিহাস একদিন শাক্ষি দিবে সেই বিচারের ভার সময়ের উপর ছেড়ে দিলাম।
জাতীয় পার্টির মূল শ্রোতধারা জাতীয় পার্টির লক্ষ লক্ষ নেতাকর্মীর হৃদয়ের চেয়ারম্যান গণমানুষের নেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এর নেতৃত্বেই থাকবে ইনশাআল্লাহ। ( প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটি)

👁️ 22 News Views
