নিজস্ব প্রতিবেদক ঃ বুধবার ১৯ অক্টোবর, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন ভৈরবপুর এলাকায় একটি অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযান পরিচালনা কালে ঢাকা জেলার দক্ষিন কেরানীগঞ্জ থানার মামলা নং-৩৬ তারিখ-১০/১০/২০২২ খ্রিঃ; ধারা- ৪৪৭/ ৪৩৬/ ৩২৩/ ৩০৭/ ৩২৬/ ৩০৭/ ৪২৭/ ৩৪ পেনাল কোড (কেরাণীগঞ্জ এলাকায় চাঞ্চল্যকর ছোট ভাইকে পুড়িয়ে হত্যা) মামলার পলাতক আসামী হায়দার আলী জনি (৪০) এবং মোসাঃ লিজা আলী (৩১)’কে গ্রেফতার করে।
এসময় তাদের নিকট থেকে ২টি স্বর্ণের চেইন, ২টি স্বর্ণের আংটি, মালোশিয়ান – ১১২ রিংগিত, অন্য ব্যক্তির ১টি পাসপোর্ট, ৭টি মোবাইল ফোন ও নগদ- ৩৬,০০০ টাকা উদ্ধার করা হয়।

👁️ 7 News Views
