নিজস্ব প্রতিনিধি ঃ শনিবার ১০ ডিসেম্বর মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান আল-মামুন বিপিএম পিপিএম প্রত্যক্ষ নির্দেশনায় মুন্সীগঞ্জ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে বিশেষ মহড়া প্রদর্শিত হয়। 
মহান বিজয় দিবস, বড়দিন এবং থার্টিফার্স্ট নাইট উদযাপন নিরাপদ ও নির্বিঘ্ন করার নিমিত্ত অপরাধ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এই বিশেষ মহড়া পরিচালিত হয়। 
উক্ত মহড়ায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. আদিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ইয়াসিনা ফেরদৌস, ডিআইও-১ (ডিএসবি) মোহাম্মদ হেলাল উদ্দিন, মুন্সীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ তারিকুজ্জামান সহ জেলার অন্যান্য অফিসার ও ফোর্সবৃন্দ।

👁️ 2 News Views

