পটিয়ায় কেমিস্ট এন্ড ডাগিষ্ট সমিতির সভা অনুষ্ঠিত 

Uncategorized গ্রাম বাংলার খবর চট্টগ্রাম জাতীয় বিশেষ প্রতিবেদন সংগঠন সংবাদ সারাদেশ স্বাস্থ্য

পটিয়া ( চট্টগ্রাম) প্রতিনিধি :  বাংলাদেশ কেমিস্ট এন্ড ডাগিষ্ট সমিতি পটিয়া উপজেলার শাখার কার্যকরী কমিটির সভা ২৪ ডিসেম্বর বুধবার  দুপুরে  নোঙ্গর রেষ্টুরেন্টে সংগঠনের সভাপতি জয়দেব বড়ুয়ার সভাপতিত্বে, সাধারণ সম্পাদক দিদারুল আলম ও এমআরপি বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান আনিস উদ্দীন এর যৌথ সঞ্চালনায়  অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন

এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা আবদুর রাজ্জাক, বিশেষ অতিথি ছিলেন গ্রাম ডাক্তার সমিতির সাধারণ সম্পাদক খোরশেদ আলম, অলক দাশ, ডাক্তার ইয়াসিন, মোহাম্মদ মিন্টু, শেখ আহমদ, মোহাম্মদ ফোরকান, কবির, হাবিব,  আরমান, মোহাম্মদ সাইফু, পরিমল, সুজন, নয়ন প্রমুখ।

সভায় সিদ্ধান্ত ক্রমে আগামী জানুয়ারি মাসে পিকনিক  আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়। পিকনিক আয়োজন  উপলক্ষে কেমিস্ট এন্ড ডাগিষ্ট সমিতির সাধারণ সম্পাদক দিদারুল  আলম’কে আহবায়ক করে ১২ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।


বিজ্ঞাপন

সমিতির নেতৃবৃন্দ  সংগঠনের  আওতাভুক্ত সকল সদস্যকে পিকনিক আয়োজন সফল  করার আহবান জানান।


বিজ্ঞাপন
👁️ 29 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *