নড়াইলে ড্রেজার দুর্ঘটনায় জিহাদ নামের এক বালি শ্রমিক নিহত

Uncategorized অন্যান্য

মে:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইলে ড্রেজার দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছে। নড়াইলের কালিয়া উপজেলার নবগঙ্গা নদীর বারইপাড়া ঘাটে ড্রেজার দুর্ঘটনায় জিহাদ সরদার (১৫) নামে ওই যুবকের মৃত্যু হয়। রোববার (১ জানুয়ারি) বিকেলে কালিয়া উপজেলার নবগঙ্গা নদীর বারইপাড়া ঘাটে এ দুর্ঘটনা ঘটে। নিহত জিহাদ সরদার উপজেলার বিঞ্চনপুর গ্রামের হাসান সরদারের ছেলে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, জিহাদ বালি শ্রমিকের কাজ করতো। রোববার বিকেলের দিকে বালি আনলোড করার সময় ইঞ্জিনের ফিতা ছিড়ে জিহাদের শরীরে লাগে। এসময় সে গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ বিষয়ে কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম বলেন, ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনগত ব্যাবস্থা গ্রহণ করা হবে।


বিজ্ঞাপন
👁️ 7 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *