নিজস্ব প্রতিবেদক ঃ ঢাকার দক্ষিন কেরাণীগঞ্জ এলাকা হতে ১৫৮ বোতল ফেনসিডিল সহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ জব্দ করা হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিন কেরাণীগঞ্জ থানাধীন ধলেশ্বরী টোলপ্লাজা এলাকায় একটি অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযান পরিচালনা কালে আনুমানিক ৪,৭৪,০০০ (চার লক্ষ চুয়াত্তর হাজার) টাকা মূল্যের ১৫৮ বোতল ফেনসিডিল সহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম কুজনেট কিবরিয়া @ সনেট (৩২) এবং ওয়াসিম হাওলাদার বাতেন (৪০) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে মাদক পরিবহনে ব্যবহৃত ১টি পিকআপ জব্দ করা হয়।

👁️ 9 News Views
