বিকিনিতে উত্তাপ ছড়াচ্ছেন শক্তি মোহন

বিনোদন

বিনোদন ডেস্ক : বলিউডের একজন সফল ডান্সার ও কোরিওগ্রাফার শক্তি মোহন। রিয়্যালিটি শো-এর মাধ্যমে গ্ল্যামার দুনিয়ায় পরিচিতি পান তিনি। ডান্স শো-এর প্রতিযোগী হিসেবে ক্যারিয়ার শুরু করলেও এখন তিনি একজন কোরিওগ্রাফারও।


বিজ্ঞাপন

এবার সেই শক্তিকেই দেখা গেল বেশ সাহসী পোশাকে। সম্প্রতি সমুদ্রের ধারে ছুটি কাটাতে গিয়েছিলেন শক্তি। আর সেখানে গিয়ে বিকিনিতে উত্তাপ ছড়াচ্ছেন। সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টও করেন তিনি।

বিকেলের পড়ন্ত রোদে সমুদ্রের জলে নিয়ন রঙের বিকিনি নজর কাড়ছে। আর একটি ছবিতে দেখা যাচ্ছে, কার্যত হাওয়ায় ভাসছেন তিনি। তাঁর নির্মেদ শরীর চোখ টানছে সহজেই।


বিজ্ঞাপন

এর আগে ধূসর রঙের বিকিনি পরে ছবি পোস্ট করেছিলেন তিনি। এছাড়া নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তাঁর নাচের বহু ভিডিও পোস্ট করেন তিনি। তবে হটনেস নয়, তাঁর প্রোফাইলে ফিটনেসই বেশি নজর কাড়ে। ‘ডান্স প্লাস’ নামের একটি শো-তে বিচারক হিসেবে থাকেন শক্তি। তবে এবার ফিফথ সিজনে তিনি আর থাকছেন না ওই শো-তে। শেষ চারটি সিজনে তাঁর টিম একবারও জেতেনি। তাই এবার সরে দাঁড়িয়েছেন তিনি।


বিজ্ঞাপন
👁️ 12 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *