চট্টগ্রামে নব নির্মিত পিসিটিতে ভিড়েছে ২০০ মিটার দীর্ঘ এম. ভি. মেঘনা ভিক্টোরি

Uncategorized অন্যান্য



নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম বন্দরের নতুন নির্মিত পতেঙ্গা কন্টেইনার টার্মিনালে (পিসিটি) প্রথমবারের মতো ভিড়েছে ২০০ মিটার দীর্ঘ জাহাজ এম. ভি. মেঘনা ভিক্টোরি।

গত শুক্রবার বিকেল ৩টায় চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গর থেকে পিসিটিতে নিয়ে আসা হয় জাহাজটি।

এর আগে চট্টগ্রাম বন্দরে ৯.৫ মিটার ড্রাফট ও ১৯০ মিটার দৈর্ঘ্যের জাহাজগুলো ভিড়ানো হতো। কিন্তু জানুয়ারিতে প্রথমবারের মতো ১০ মিটার ড্রাফট ও ২০০ মিটার দৈর্ঘ্যের কোনো জাহাজ চট্টগ্রাম কনটেইনার টার্মিনালের একটি জেটিতে পরীক্ষামূলকভাবে ভিড়ানো হয়।

এখনোও নতুন নির্মিত পতেঙ্গা কন্টেইনার টার্মিনালে (পিসিটি) অপারেশন কাজ শুরু হয়নি।
এই বন্দর চট্রগ্রাম বন্দরের চাপ কমানোর পাশাপাশি আমদানি রপ্তানি বাণিজ্যে আসবে গতিশীলতা। (তথ্য সূত্র : ডিফেন্স রিসার্চ ফোরাম)


বিজ্ঞাপন
👁️ 11 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *