সামরিক বিশ্লেষক : যুক্তরাজ্যের “হিজ ম্যাজেস্ট্রি দি কিংস ক্রনেশন প্রসেশন” উদযাপন উপলক্ষ্যে যুক্তরাজ্যের আমন্ত্রণে বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর সমন্বয়ে সশস্ত্র বাহিনীর ১০ সদস্য বিশিষ্ট একটি কন্টিনজেন্ট আযুক্তরাজ্যের জ লেঃ কর্নেল সাদাত মোহাম্মদ হাসান, পিএসসি এর নেতৃত্বে যুক্তরাজ্যে গমন করেছে।

কুচকাওয়াজ সমাপ্ত হওয়ার পর আগামী ০৭ মে ২০২৩ তারিখ উক্ত সমন্বিত কন্টিনজেন্টটি বাংলাদেশে প্রত্যাবর্তন করবে। উক্ত কুচকাওয়াজে অংশগ্রহণ রাষ্ট্রীয় পর্যায়ে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখবে বলে আশা করা যায়।(তথ্য সুত্র : ডিফেন্স রিসার্চ ফোরাম)
👁️ 8 News Views
