মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক শিখা অনির্বাণে পুস্পস্তবক অর্পণ এর মাধ্যমে সশস্ত্র বাহিনীর শহীদ সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন

Uncategorized জাতীয় ঢাকা বিশেষ প্রতিবেদন রাজনীতি

নিজস্ব প্রতিবেদক : মহামান্য রাষ্ট্রমহামান্য রাষ্ট্রপতি  মো: সাহাবুদ্দিন বৃহস্পতিবার ২৭ এপ্রিল  ঢাকা সেনানিবাসস্থ শিখা অনির্বাণে পুস্পস্তবক অর্পণ এর মাধ্যমে ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর শহীদ সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এসময় মহামান্য রাষ্ট্রপতিকে তিন বাহিনীর একটি সুসজ্জিত দল গার্ড অব অনার প্রদান করেন।

এসময় ভারপ্রাপ্ত সেনাবাহিনী প্রধান ও সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান, এসবিপি, এসজিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি; নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল, এনবিপি, এনইউপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি এবং বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান, বিবিপি, বিইউপি, এনএসডব্লিউসি, এফএডব্লিউসি, পিএসসি, উপস্থিত এসময় ছিলেন। ( তথ্য সূত্র : আইএসপিআর)


বিজ্ঞাপন
👁️ 9 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *