নিজেকে ‌‘অযোগ্য’ বললেন মুমিনুল

এইমাত্র ক্রিকেট খেলাধুলা

স্পোর্টস ডেস্ক : অধিনায়ক হিসেবে অভিষেক সিরিজেই ব্যর্থতার ষোলকলা পূর্ণ করেছেন মুমিনুল হক। দুই টেস্টেই দল হেরেছে ইনিংস ব্যবধানে। তবে নিজের পারফরম্যান্স নয় দলীয় ব্যর্থতাই পোড়াচ্ছে টাইগারদের নয়া টেস্ট কাপ্তানকে।


বিজ্ঞাপন

মুমিনুল বলেন, ‘আমি গড় নিয়ে বেশি ভাবছি না। দলের ফল নিয়ে একটু হতাশ। সেটা স্বাভাবিকও। যখন এমন ফল হয় তখন খারাপ লাগা স্বাভাবিক।’

অভিষেক সিরিজে ব্যর্থ মুমিনুল অবশ্য শুনিয়েছে চিরাচরিত আশার বাণী। সংগ্রাম শেষেই সফলতা আসে বিশ্বাস টাইগার কাপ্তানের, ‘আমি এখন সংগ্রাম করছি। লড়াই করেই মানুষ ভালো কিছু পায়, হয়তো আমিও পাবো।’


বিজ্ঞাপন

টস জিতে ব্যাটিং নেওয়া প্রসঙ্গে বিসিবি সভাপতি বলেছেন তাকে যা বলা হয়েছে মাঠে ঘটেছে তার বিপরীত কিছু। এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে মুমিনুলের উত্তর, ‘আমি তো সামনা সামনি ছিলাম না। আপনাদের যেহেতু বলেছেন, সেই হিসেবে আমার মন্তব্য করা ঠিক না। আমার মনে হয় না, এই বিষয়ে কথা বলার জন্য আমি যোগ্য ব্যক্তি।’


বিজ্ঞাপন
👁️ 3 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *