
নিজস্ব প্রতিনিধি : শুক্রবার ১৮ আগস্ট দুপুর ২ টা ৪৫ মিনিটের সময় রংপুর জেলার ডিবি পুলিশের একটি টিম গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযান পরিচালনা কালে গংগাচড়া থানাধীন পূর্ব ইচলি সোলার অফিসের সামনে রংপুর টু লালমনিরহাটগামী মহাসড়কের উপর একটি ব্যাটারিচালিত ইজিবাইক তল্লাশী করে চালকের বসার সিটের নিচ থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় ৪ কেজি গাঁজা উদ্ধার সহ চালক ১ মোঃ রফিকুল ইসলাম (৩৫), পিতা- মৃত মজিবর রহমান, মাতা-মৃত সোনা ভান, সাং-সোনাইকাজি, থানা-ফুলবাড়ি, জেলা-কুড়িগ্রাম’কে গ্রেফতার করে।

এসময় গ্রেফতারকৃত ব্যক্তির ব্যবহৃত ১টি মোবাইল ফোনও জব্দ করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুযায়ী মামলা রুজু প্রক্রিয়াধীন।
👁️ 15 News Views
