যশোরে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : সোমবার ৩০ আগষ্ট যশোর জেলার পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপার “ক” সার্কেল এর সঠিক দিক নির্দেশনায় মোঃ তাজুল ইসলাম, অফিসার ইনচার্জ, কোতয়ালী মডেল থানা, যশোর এর তত্বাবধানে পুলিশ পরিদর্শক (অপারেশনস্) সুমন ভক্ত, এসআই রফিকুল ইসলাম, এসআই ওয়াহিদুজ্জামানদের সমন্বয়ে একটা চৌকস টিম গতকাল সোমবার ৩০ আগস্ট ভোর ৫ টা ১০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে অত্র থানাধীন চাঁচড়া রেলগেট পশ্চিমপাড়াস্থ জনৈক চঞ্চল এর বাড়ীর দক্ষিন পার্শ্বের রুমের ভাড়াটিয়া আসামীর শয়নকক্ষ হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী (১) আরিনা বেগম (৭০), স্বামীমৃত- সেকেন্দার আলী, সাং- চাঁচড়া রেলগেট পশ্চিমপাড়া, থানা- কোতোয়ালি, জেলা-যশোরকে ০১ (এক) কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার করেন


বিজ্ঞাপন

উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ৪০,০০০/= (চল্লিশ হাজার) টাকা ও গাঁজা বিক্রিত নগদ ৮৪০/= টাকা উদ্ধার করেন। এ সংক্রান্ত সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।

 

 

👁️ 5 News Views