
ওবিপ্লব চৌধুরী, (গাজীপুর) : গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি ও ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির উদ্যোগে জৈনা বাজার শাখার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার (৩১ অক্টোবর) বিকেল ৫টায় জৈনা বাজার মাষ্টারবাড়ি এলাকায় “সড়ক পরিবহন মালিক সমিতি স্কয়ার”-এ আনুষ্ঠানিকভাবে নতুন শাখার কার্যক্রম উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এই শাখার কার্যক্রম শুরু হওয়ায় স্থানীয় পরিবহন মালিকদের মধ্যে সমন্বয় বৃদ্ধি পাবে এবং যাত্রী সেবার মান আরও উন্নত হবে। পাশাপাশি পরিবহন সেক্টরে শৃঙ্খলা প্রতিষ্ঠা ও যানবাহন পরিচালনায় স্বচ্ছতা আনতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে সমিতির নেতৃবৃন্দ স্থানীয় পরিবহন মালিক ও চালকদের সঙ্গে মতবিনিময় করেন।

👁️ 169 News Views
