সিরাজগঞ্জের সলঙ্গায় প্রধান শিক্ষককে লাঞ্ছিত করার প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত

Uncategorized আইন ও আদালত গ্রাম বাংলার খবর বিশেষ প্রতিবেদন শিক্ষাঙ্গন সারাদেশ


মোসলেম উদ্দিন সিরাজী, ‎(সিরাজগঞ্জ) : সিরাজগঞ্জের  সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের উনুখাঁ পাগলাপীর উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষককে লাঞ্ছিত ও শিক্ষকদের অপমানের ঘটনার প্রতিবাদে বিদ্যালয় প্রাঙ্গণে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন

গত বৃহস্পতিবার,  ৩০ অক্টোবর) দুপুরে বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়,থানার রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা খ. ম. তৌহিদুর রহমান দলীয় প্রভাব খাটিয়ে বিদ্যালয়ে প্রবেশ করে প্রধান শিক্ষক ইসমাঈল হোসেন তালুকদারের সঙ্গে অসদাচরণ ও অন্যান্য শিক্ষকদের অপমান করেন।


বিজ্ঞাপন

প্রতিবাদ সমাবেশে সাবেক ছাত্র মিন্টু আহমেদ,খায়রুল ইসলাম,রাশিদুল ইসলাম বক্তব্যে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের প্রতি এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।


বিজ্ঞাপন

তারা বলেন, “শিক্ষক সমাজের মর্যাদা রক্ষায় প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে। সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা ভবিষ্যতে এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি রোধে কঠোর প্রশাসনিক নজরদারি বাড়ানোর আহ্বান জানান।

উনুখাঁ পাগলা পীর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমাঈল হোসেন তালুকদার বলেন, আমি দীর্ঘদিন ধরে সততা ও নিষ্ঠার সঙ্গে এই বিদ্যালয়ে দায়িত্ব পালন করে আসছি।

কিন্তু সাম্প্রতিক ঘটনায় আমাকে যেভাবে প্রকাশ্যে লাঞ্ছিত করা হয়েছে, তা শুধু একজন শিক্ষক নয়, পুরো শিক্ষক সমাজের মর্যাদাকে অপমান করেছে। শিক্ষক সমাজের প্রতি এ ধরনের আচরণ অগ্রহণযোগ্য ও নিন্দনীয়। আমরা চাই বিদ্যালয়ের পরিবেশ যেন শান্তিপূর্ণ ও শিক্ষার উপযোগী থাকে, যাতে শিক্ষার্থীরা ভয়মুক্তভাবে পড়াশোনা করতে পারে।

👁️ 145 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *