জয়পুরহাটের পাঁচবিবিতে বৃষ্টিতে আমন ধানের ক্ষতি

Uncategorized অর্থনীতি কৃষক ও কৃষি গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন সারাদেশ

আকতার হোসেন বকুল, (জয়পুরহাট)  : বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সর্বত্র কয়দিনের বৃষ্টিতে আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। গত শুক্রবার-শনিবারে অসময়ের বৃষ্টি সেইসঙ্গে হালকা বাতাসে কৃষকের আমন ধানের গাছগুলো মাটিতে নুয়ে পড়েছে। এতে করে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে কৃষকরা।


বিজ্ঞাপন

অপরদিকে আগাম শীতকালীন শাক-সবজি ও রবিশস্যরও ক্ষতি হয়েছে। পাকা ধান কেটে ঘরে তোলার আগে এমন প্রাকৃতিক দুর্যোগে কৃষকরা দিশেহারা হয়েছে।

উপজেলার বিভিন্ন এলাকায় দেখা যায়, আধা-পাকা এবং পাকা ধানগাছ মাটিতে শুয়ে পড়েছে। অধিক নিচু জমিতে বৃষ্টির পানি জমেছে এবং সেই পানির মধ্যে পাকা ধানের শীষগুলো ডুবে আছে।


বিজ্ঞাপন

উপজেলার নওদা আমতলী গ্রামের কৃষক তেসের আলী ও আলম মন্ডল বলেন, ধান কাটার ঠিক আগে বৃষ্টির পানিতে আমাদের অনেক ক্ষতি হয়েছে। পানির মধ্যে থেকে ধান কাটতে শ্রমিক খরচ বেশি লাগবে।


বিজ্ঞাপন

উপজেলার রতনপুর গ্রামের মাদ্রাসা শিক্ষক মিরাজুল ইসলাম আকুল বলেন, কয়দিনের বৃষ্টি ও বাতাসে মাঠের নিচু এবং রাস্তার পাশের জমিতে পানি জমে ধানের বেশি ক্ষতি হয়েছে। এছাড়া শীতকালীন সবজির বেশ ক্ষতি হয়েছে।

পাঁচবিবি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জসিম উদ্দিন জানান, জমিতে নুয়ে পড়া ধানের গাছগুলো গোছা করে বেঁধে দিতে হবে এতে ক্ষতি কিছুটা কমবে। তিনি আরো জানান, যেসব জমিতে বৃষ্টির পানি জমেছে দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা নিতে হবে।

👁️ 64 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *