রাজধানীর বুড়িগঙ্গা সেতুর উপড়ে অবৈধ বাসস্ট্যান্ডে ভোগান্তি

Uncategorized অপরাধ আইন ও আদালত জাতীয় ঢাকা বিশেষ প্রতিবেদন রাজধানী

নিজস্ব প্রতিবেদক  :  রাজধানীর শ্যামপুর থানার পোস্তগোলা চীন মৈত্রী সেতুর উপর সেবা পরিবহন নামে রুট পারমিট ফিটনেস বিহীন একটি অবৈধ বাস স্ট্যান্ড তৈরি হয়েছে। যার ফলে পোস্তগোলা চীন মৈত্রী সেতুর সড়কে যানজটসহ দুর্ভোগ বাড়ছে।


বিজ্ঞাপন

বাবু মোড়ল নামে এক ব্যক্তিএই স্টান্ডে চাঁদা তুলে বিভিন্ন মহলে লেনদেন করে পরিচালনা করে থাকে। এই কোম্পানির মোট ১৭ টি বাস রয়েছে। কিন্তু কোম্পানির কোন বৈধ কাগজপত্র নেই। এর মধ্যে অন্ততপক্ষে পাঁচটি চোরাই বাস রয়েছে।

যেগুলোর নাম্বার প্লেট ও কাগজের সাথে চেসিস নাম্বার মিলবে না। ঢাকা শহরের ভয়ংকর সব অপরাধীরা যুক্ত রয়েছে এই বাস স্ট্যান্ডের সাথে।


বিজ্ঞাপন

এই অবৈধ বাস স্ট্যান্ডটি পোস্তগোলা থেকে দোহার পর্যন্ত অবৈধ ভাবে রুট পারমিট ও ফিটনেস বিহীন চলাচল করছে।


বিজ্ঞাপন

সেবা পরিবহনের অবৈধ বাস স্ট্যান্ডের বিষয়ে ট্রাফিক ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ আজাদ রহমান বলেন, বিষয়টি আমি অবগত আছি। তাদের অবৈধ এসব বাসের বিরুদ্ধে মামলা সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সেবা পরিবহনের এই অবৈধ বাস স্ট্যান্ডের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন যাত্রীসাধারণ।এই সড়কটি দিয়ে দেশের দক্ষিণাঞ্চলের বহুজেলায় যানবাহন চলাচল করে থাকে তাই বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ।

👁️ 4 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *