সাংবাদিক শিবলীর মৃত্যুতে ঝালকাঠি সাংবাদিক সংস্থায় শোক সভা ও দোয়া মিলাদ মহফিল অনুষ্ঠিত

Uncategorized জাতীয় ঢাকা বিশেষ প্রতিবেদন মানবিক খবর রাজধানী সারাদেশ

ঝালকাঠি প্রতিনিধি  : ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে লাইভ চলাকালে হৃদরোগে আক্রান্ত হয়ে চ্যানেল এস টেলিভিশন এর সিনিয়র রিপোর্টার তরিকুল ইসলাম শিবলীর মৃত্যুতে ঝালকাঠিতে শোক সভা ও দোয়া মাফফিল অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন

গতকাল শনিবার ১৩ সেপ্টেম্বর রাতে বেসরকারী টেলিভিশন “চ্যানেল এস”র ঝালকাঠি জেলা প্রতিনিধি মো. মাসুম বিল্লাহ’র আয়োজনে জাতীয় সাংবাদিক সংস্থা ঝালকাঠি জেলা শাখা কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা প্রয়াত সাংবাদিক শিবলীর মৃত্যুতে গভীর শোক ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানায়

দোয়া মাহফিলের শুরুতে সাংবাদিক তরিকুল ইসলাম শিবলীর স্মরণে আলোচনা করেন চ্যানেল এস টেলিভিশন এর ঝালকাঠি জেলা প্রতিনিধি মো. মাসুম বিল্লাহ।


বিজ্ঞাপন

সংগঠনের জেলা সাধারন সম্পাদক রিয়াজুল ইসলাম বাচ্চু সঞ্চালনায় সংস্থার সভাপতি এমদাদুল হক স্বপনের সভাপতিত্বে আলোচনায় অন্যান্যদের মধ্যে অংশ নেয় সংস্থার সহ সভাপতি দিবস তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম খান, প্রচার সম্পাদক খলিলুর রহমান এবং শিক্ষক নেতা মো. মঞ্জুর রাহি।


বিজ্ঞাপন

আলোচনা শেষে পবিত্র কোরআন তেলাওয়াত এর মধ্য দিয়ে দোয়া মাহফিল শুরু হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেছেন সংস্থার সহ সভাপতি রুবেল খান।

বক্তারা বলেন, কোন সরকারের আমলেই সাংবাদিকদের পাশে সেভাবে দাঁড়ানো হয় না। তরিকুল ইসলাম শিবলী পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে মারা গেছেন। আমাদের দাবি অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টার কাছে যাতে করে সাংবাদিক তরিকুল ইসলাম শিবলীর পরিবারের পাশে দাড়ানোহয়।

দোয়া মাহফিলে ঝালকাঠি জেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক, অনলাইন মিডিয়ার সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য: গত ৯ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের লাইভ চলাকালে হঠাৎ হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে অচেতন হন তরিকুল ইসলাম শিবলী। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

👁️ 38 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *